সংবাদ শিরোনাম ::
নাচোলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার  তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশন রাজশাহী দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দূর্গাপুরে তারুণ্যের সমাবেশ ঘিরে যুবদলের প্রস্তুতি সভা ৩১ দফা লিফলেট বিতরণ করলেন আলহাজ্ব আব্দুস সাত্তার গোমস্তাপুরে  হলদে পাখি সম্প্রসারণ এর লক্ষ্যে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা  গোমস্তাপুরে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় দ্বীনের আলো ছড়াচ্ছে তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা। তানোরে নিখোঁজের ২০ দিন পর বস্তাবন্দি চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি রইস উদ্দীনের যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির প্রয়োজন হয় সর্বসাধারণের। সাধারণ মানুষ সরাসরি ওসির রুমে ঢুকে তার সঙ্গে কথা বলবেন, সচরাচর এটা খুব একটা দেখা যায় না। ব্যতিক্রম চিত্র দেখা গেল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়।সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তা। বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীনের কথা।

সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে ওসি মোঃ রইস উদ্দীন ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে জনসাধারণের জন্য সেবার মান বৃদ্ধি করে ও সদাচরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। প্রথাগতভাবে থানায় ওসির কক্ষে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় সাধারণ মানুষের। গ্রামের মানুষ সরাসরি পুলিশ কর্মকর্তার কক্ষে গিয়ে তার সঙ্গে কথা বলছেন, এমনটি সচরাচর দেখা যায় না। কিন্তু ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়৷ সেখানে ওসি থাকাকালীন সময়ে সবসময়ই ঢুকতে পারেন সেবাগ্রহীতারা৷

জানা যায়, ওসি রইস উদ্দীন ১২ নভেম্বর ২০২৪ সামলে  যোগদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিতে থাকেন ভিন্নধর্মী সেবামূলক বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে রয়েছে- এলাকায় সিসি ক্যামেরা কার্যক্রম ও মনিটরিং জোরদার, এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের তড়িৎ সমাধানের উদ্যোগ ইত্যাদি।

আইনি সেবা নিতে সদর মডেল থানায় আসা শাহানাজ বেগম বলেন, থানায় এসে ওসি’র রুমে ঢুকে তার সাথে কথা বলি, উনাকে স্যার ডাকলে উনি বিনয়ের সাথে বলেন স্যার নয় ভাই ডাকুন। বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। বর্তমান ওসি বিনয়ী ও আন্তরিক।

সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের বাসিন্দা সুমন বলেন, একটা বিষয়টি অনেক ভালো লাগছে ওসি নিজেই ভাই বলে তার কক্ষে  ভেতরে ডেকে নিয়ে কথা বললেন। জিডি করতে সহায়তা করলেন। এমন অফিসারই তো চাই। আমার মতো মানুষ ওসির সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে পেরেছি এতেই আমি খুশি।

আলিনগর এলাকার আব্দুল লতিব বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েই সাধারণ মানুষের সেবায় নিজেকে উপস্থাপন করেছেন সদর মডেল থানার ওসি রইস উদ্দীন। তিনি নাগরিকদের সেবায় সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা জুড়ে।

এক সেবা প্রার্থী বলেন, একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো।

নতুন ওসি রইস উদ্দীন যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত। এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন বলেন, আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা আমাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত আচারন করি। সুন্দরভাবে সেবা দেওয়ার কাজ করে যাচ্ছি। পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে প্রকৃতপক্ষে পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি রইস উদ্দীনের যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত

আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির প্রয়োজন হয় সর্বসাধারণের। সাধারণ মানুষ সরাসরি ওসির রুমে ঢুকে তার সঙ্গে কথা বলবেন, সচরাচর এটা খুব একটা দেখা যায় না। ব্যতিক্রম চিত্র দেখা গেল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়।সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তা। বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীনের কথা।

সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে ওসি মোঃ রইস উদ্দীন ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে জনসাধারণের জন্য সেবার মান বৃদ্ধি করে ও সদাচরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। প্রথাগতভাবে থানায় ওসির কক্ষে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় সাধারণ মানুষের। গ্রামের মানুষ সরাসরি পুলিশ কর্মকর্তার কক্ষে গিয়ে তার সঙ্গে কথা বলছেন, এমনটি সচরাচর দেখা যায় না। কিন্তু ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়৷ সেখানে ওসি থাকাকালীন সময়ে সবসময়ই ঢুকতে পারেন সেবাগ্রহীতারা৷

জানা যায়, ওসি রইস উদ্দীন ১২ নভেম্বর ২০২৪ সামলে  যোগদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিতে থাকেন ভিন্নধর্মী সেবামূলক বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে রয়েছে- এলাকায় সিসি ক্যামেরা কার্যক্রম ও মনিটরিং জোরদার, এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের তড়িৎ সমাধানের উদ্যোগ ইত্যাদি।

আইনি সেবা নিতে সদর মডেল থানায় আসা শাহানাজ বেগম বলেন, থানায় এসে ওসি’র রুমে ঢুকে তার সাথে কথা বলি, উনাকে স্যার ডাকলে উনি বিনয়ের সাথে বলেন স্যার নয় ভাই ডাকুন। বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। বর্তমান ওসি বিনয়ী ও আন্তরিক।

সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের বাসিন্দা সুমন বলেন, একটা বিষয়টি অনেক ভালো লাগছে ওসি নিজেই ভাই বলে তার কক্ষে  ভেতরে ডেকে নিয়ে কথা বললেন। জিডি করতে সহায়তা করলেন। এমন অফিসারই তো চাই। আমার মতো মানুষ ওসির সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে পেরেছি এতেই আমি খুশি।

আলিনগর এলাকার আব্দুল লতিব বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েই সাধারণ মানুষের সেবায় নিজেকে উপস্থাপন করেছেন সদর মডেল থানার ওসি রইস উদ্দীন। তিনি নাগরিকদের সেবায় সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা জুড়ে।

এক সেবা প্রার্থী বলেন, একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো।

নতুন ওসি রইস উদ্দীন যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত। এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন বলেন, আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা আমাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত আচারন করি। সুন্দরভাবে সেবা দেওয়ার কাজ করে যাচ্ছি। পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে প্রকৃতপক্ষে পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।