রহনপুরে কাঁচা সবজি ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস
- আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে কয়েক সপ্তাহ আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কিছু টা কমেছে সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়। তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি যাচ্ছে।
রহনপুরে সোমবার সাপ্তাহিক কাঁচা বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০-২০, গাঁজর প্রতি কেজি ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ১৫ টাকা, ফুলকপি প্রতি পিস ১৫-২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ কেজি টাকা , টমেটো প্রতি কেজি ২৫-৩০ টাকা, শসা প্রতি কেজি ৪০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৪০ টাকা, মুলা ১০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, নতুন আলু প্রতি কেজি, ৩৫ টাকা ও পেয়াজ ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা বাজার করতে আসা ক্রেতারা জানান কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশ ছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে। তবে এখনো কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে, যদিও বিক্রেতারা বলছেন— এখন এই সবজিগুলোর মৌসুম নয়। বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম।
তিনি আরও বলেন, এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই, তবে দু-এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো। তারপরেও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে।
সবজি বিক্রেতা কালু বলেন পুরো শীত জুড়েই সবজির দাম এমন কমই থাকবে। শীত কমার পর সবজির দাম আবার কিছুটা বাড়তে পারে। তবে এখন যে সবজির দাম চলছে, এমন কম দাম অনেক দিন দেখা যায়নি।