শিবগঞ্জের ১১ নং উজিরপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৬ বার পড়া হয়েছে
মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১১ নং উজিরপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল তিনটায় উজিরপুর ইউনিয়ন জলবাজার প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কবির, সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা,এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন তারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন।