চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
এস আলমগীর চাঁপাইনবাবগঞ্জ নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার বিকাল ৪ টায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কেতাবুল ইসলাম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থানা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপি’র আহবায়ক সারোয়ার জাহান, সদর থানা বিএনপি’র সদস্য সচিব, জহিরুল ইসলাম বুলু, পৌর বিএনপি’র সদস্য সচিব জামাল বাচ্চু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সুইট আহমেদ, মহারাজপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সহ-সভাপতি হেফাজ উদ্দিন, সহ-সভাপতি খাইরুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে আগত ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন শেষে মহারাজপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কেতাবুল ইসলাম টুটুলকে সভাপতি ও আলী হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।