সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম তুহিন  চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ভুয়া ফেসবুক পেইজে গুজব ছড়ানোর প্রতিবাদ মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের সুশাসনের ডাক: রাজশাহী-৫ এ জামায়াত প্রার্থী নুরজ্জামান লিটনের গণসংযোগ ও সমাবেশ। গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা তানোরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত! গোমস্তাপুর আড্ডা থেকে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি আজাহারের রাজশাহী-৬: বিএনপির মনোনয়ন যুদ্ধে এগিয়ে কে? বিদ্যুৎ সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান 📰 রাজশাহী-৫ আসনে গণজোয়ার: বেলপুকুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মো: এ কে নোমান, নওগাঁ-
  • আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

গত ২৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।

সকাল দশটায় ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ভলিবল ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় এনভায়রনমেন্টাল টেকনোলজি ও আর্কিটেকচার টেকনোলজি দল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এনভায়রনমেন্টাল টেকনোলজি দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্কিটেকচার টেকনোলজি।

জানা যায়, গত বছরও আর্কিটেকচার টেকনোলজি দল প্রথম স্থান অর্জন করেছিল। এবারের প্রতিযোগিতায় তারা নিজেদের আধিপত্য ধরে রাখে।

ভলিবলের ফাইনাল ম্যাচ শেষে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় শিক্ষক বনাম কর্মচারীদের ভলিবল ম্যাচ। প্রীতি এ খেলায় উভয় দলই সমান দক্ষতার পরিচয় দিলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় শিক্ষকদের দল। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে এ ম্যাচ উপভোগ করেন এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।

গত ২৭ জানুয়ারি শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। জনপ্রিয় ইভেন্টগুলোর মধ্যে ছিল হাই জাম্প, লং জাম্প, বল নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও মিউজিক্যাল বল পাস। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেন এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির সুযোগ পান।

খেলার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর অনুষ্ঠিত হয় আধুনিক গান, দেশাত্মবোধক গান, হামদ-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেন, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব।

এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. নাসিমুজ্জামান, আই, জি মাহমুদ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) খোন্দকার মো. সোহাইল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (কম্পিউটার টেকনোলজি) মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শিক্ষার্থীদের এমন চমৎকার পারফরম্যান্স ও প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সবাই সন্তোষ প্রকাশ করেন। শিক্ষকরা বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয় এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমেও সমানভাবে এগিয়ে থাকুক।”

দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকদের জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

গত ২৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।

সকাল দশটায় ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ভলিবল ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় এনভায়রনমেন্টাল টেকনোলজি ও আর্কিটেকচার টেকনোলজি দল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এনভায়রনমেন্টাল টেকনোলজি দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্কিটেকচার টেকনোলজি।

জানা যায়, গত বছরও আর্কিটেকচার টেকনোলজি দল প্রথম স্থান অর্জন করেছিল। এবারের প্রতিযোগিতায় তারা নিজেদের আধিপত্য ধরে রাখে।

ভলিবলের ফাইনাল ম্যাচ শেষে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় শিক্ষক বনাম কর্মচারীদের ভলিবল ম্যাচ। প্রীতি এ খেলায় উভয় দলই সমান দক্ষতার পরিচয় দিলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় শিক্ষকদের দল। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে এ ম্যাচ উপভোগ করেন এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।

গত ২৭ জানুয়ারি শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। জনপ্রিয় ইভেন্টগুলোর মধ্যে ছিল হাই জাম্প, লং জাম্প, বল নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও মিউজিক্যাল বল পাস। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেন এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির সুযোগ পান।

খেলার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর অনুষ্ঠিত হয় আধুনিক গান, দেশাত্মবোধক গান, হামদ-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেন, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব।

এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. নাসিমুজ্জামান, আই, জি মাহমুদ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) খোন্দকার মো. সোহাইল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (কম্পিউটার টেকনোলজি) মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শিক্ষার্থীদের এমন চমৎকার পারফরম্যান্স ও প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সবাই সন্তোষ প্রকাশ করেন। শিক্ষকরা বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয় এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমেও সমানভাবে এগিয়ে থাকুক।”

দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকদের জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।