সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম তুহিন  চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ভুয়া ফেসবুক পেইজে গুজব ছড়ানোর প্রতিবাদ মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের সুশাসনের ডাক: রাজশাহী-৫ এ জামায়াত প্রার্থী নুরজ্জামান লিটনের গণসংযোগ ও সমাবেশ। গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা তানোরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত! গোমস্তাপুর আড্ডা থেকে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি আজাহারের রাজশাহী-৬: বিএনপির মনোনয়ন যুদ্ধে এগিয়ে কে? বিদ্যুৎ সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান 📰 রাজশাহী-৫ আসনে গণজোয়ার: বেলপুকুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নিহাল খান :

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশগ্রহণ করে পদক অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড দল।এর মধ্যে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি তাম্র্য পদক রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মোট তিনদিন ধরে কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন্ন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।

পদক অর্জনকারীরা হলেন-

১. (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি-রৌপ্য পদক (খেলোয়াড়),

২. (-) ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা-স্বর্ণ ও তাম্র্য পদক (খেলোয়াড়),

৩. (-) ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়),

৪. (-) ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন-রৌপ্য পদক (খেলোয়াড়),

৫. (-) ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম-রৌপ্য ও তাম্র্য পদক (খেলোয়াড়),

৬. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল-তাম্র্য পদক (খেলোয়াড়),

৭. (-) ৫০ কেজি শ্রেণিতে ঐশী ঘোষ অনু-তাম্র্য পদক (খেলোয়াড়),

৮. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ-তাম্র্য পদক (খেলোয়াড়),

৯. (-) ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান-তাম্র্য পদক (খেলোয়াড়)।

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-তে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়রা।

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীও এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন

আপডেট সময় : ০৭:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

নিহাল খান :

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশগ্রহণ করে পদক অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড দল।এর মধ্যে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি তাম্র্য পদক রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মোট তিনদিন ধরে কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন্ন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।

পদক অর্জনকারীরা হলেন-

১. (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি-রৌপ্য পদক (খেলোয়াড়),

২. (-) ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা-স্বর্ণ ও তাম্র্য পদক (খেলোয়াড়),

৩. (-) ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়),

৪. (-) ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন-রৌপ্য পদক (খেলোয়াড়),

৫. (-) ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম-রৌপ্য ও তাম্র্য পদক (খেলোয়াড়),

৬. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল-তাম্র্য পদক (খেলোয়াড়),

৭. (-) ৫০ কেজি শ্রেণিতে ঐশী ঘোষ অনু-তাম্র্য পদক (খেলোয়াড়),

৮. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ-তাম্র্য পদক (খেলোয়াড়),

৯. (-) ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান-তাম্র্য পদক (খেলোয়াড়)।

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-তে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়রা।

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীও এসময় উপস্থিত ছিলেন।