সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত গানিউল ইসলাম হত্যা মামলার ১০ নম্বর আসামি মিজানুর রহমান লাটুকে তানোর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মিজানুর রহমান লাটু বিএনপির তানোর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এর আগে তানোর থানা পুলিশ আরও ৩ জন কে গ্রেপ্তার করে। তারা হলেন ফুল মোহাম্মদ, এনামুল, ও মাহবুর। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো চারজন ।জানা যায় গত ১১ মার্চ তানোর থানার পাচন্দর ইউনিয়নের ইউনিয়নের কৃষ্ণপুর মোড়ে বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
যেখানে গানিউল ইসলাম গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, মিজানুর রহমান লাটু কয়েক দিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, লাটুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেখানে লাটুসহ ৩৭জনকে আসামি করা হয়েছে। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।