সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলাবাসীকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ বার্তা জানানোর পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন । রোববার (২৯ মার্চ) তিনি এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি জানান, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। রমজান মাস জুড়ে সিয়াম সাধনা পালন শেষে আনন্দের দিন আসে সকল মুসলমানের অন্তরে।
এবারের ঈদে নিজের ও এলাকাবাসির স্বার্থে সকলের কল্যাণের কথা চিন্তা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন (ওসি) আফজাল হোসেন । আপনারা সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন, দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন, অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন।
এ বার্তার মাধ্যমে ঈদ-উল-ফিতর উপলক্ষে তানোরবাসীসহ সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান- “ঈদ মোবারক”।