শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে-গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজনে করেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার সকালে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের ২০০১ এর শিক্ষার্থী এবং ২০০২ এর শিক্ষার্থীবৃন্দ। মিলন মেলায় ও ক্রিকেট টুর্নামেন্টে খেলার সভাপতিত্ব করেন বাবু অশোক কুমার দাস। উপস্থিত ছিলেন গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু রঘুনাথ, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মইনুদ্দিন আহমেদ রজতসহ অত্রবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীরা। ২০০২ এর শিক্ষার্থী দল ৪ উইকেটে ১০ ওভারে ১শত ২২ রান সংগ্রহ করেন। ২০০১ এর শিক্ষার্থী দল ৪ উইকেটে ১০ ওভার ১ শত ১৮ রান সংগ্রহ করেন। ২০০২ এর শিক্ষার্থী দল ৪ রানে জয় লাভ করেন।