চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপিত

- আপডেট সময় : ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন শাকিল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদের অনাবিল আনন্দে ভরে উঠুক সকলের জীবন এই প্রত্যাশা কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদ পুনর্মিলনী ২০২৫ -উদযাপিত হয়েছে ।
৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের (১৫নং)ওয়ার্ড পৌর শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লতিফুর রহমান সেখানে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা গোলাম রব্বানী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল সারা বিশ্বের মুসলিম উম্মাহ এবং দেশ জাতি ও জেলার সকল মানুষের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।