চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

- আপডেট সময় : ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৫ বার পড়া হয়েছে

মোঃ আবু সুফিয়ান নিজস্ব প্রতিবেদক:
পহেলা বৈশাখ বাঙালিদের এক প্রানের উৎসব। বাঙালি ও বৈশাখ মিলেমিশে নানান আয়োজনে এই দিনটিকে বর্ষবরণ করা হয়। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও, ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ। আজ সোমবার (১৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ০৮:০০ সময় জেলা প্রশাসকের কার্যলয় থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে জেলার কোর্ট চত্বর,নিউ মার্কেট রোড দিয়ে সরকারি কলেজ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় । চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি,মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুনসহ বিভিন্ন সাজ সয্যায় শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। এসময় পুলিশ সুপার মোঃ রেজাউল করিম সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ৫ উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।