হাবিবুল বারি হাবিব :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা শশুরকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নাতি জামাইয়ের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার উ ভুক্তভোগী মো: সাবেদ আলী বলেন, প্রায় আট বছর আগে আমার নাতনি কমেলা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উজিরপুর মাঝাপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সিরাজুল ইসলাম । কিন্তু গত প্রায় চার বছর থেকে সিরাজুল ইসলাম মাদক ও পরকীয়ায় জড়িয়ে পড়লে সংসারে অশান্তি নেমে আসে । পরিস্থিতি বেপরোয়া হলে আমার নাতনি কমেলা খাতুন তাকে নিষেধ করতে গেলেই তাকে মারধর ও বিভিন্ন নির্যাতন শুরু করে । এমনই এক ঘটনায় গতকাল ১৬ এপ্রিল বুধবার আমার বাড়িতে আশ্রয় নিলে নাতিজামাই তার অপর এক ভাইকে নিয়ে আমার বাড়িতে এসে বিভিন্ন অশালীন আচরণ সহ আমার নাতনিকে টানা হেঁচড়া শুরু করলে আমি বাধা দিতে যাই । এরই এক পর্যায়ে সিরাজুল ও তার ভাই লোহার রড দিয়ে আমাকে আঘাত করতে থাকলে আমি রক্তাক্ত হয়ে যাই । এসময় আহত সাবেদ আলীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে । এদিকে কমেলা বেগম বলেন, আট বছর বিয়ে হলেও গত চার বছর থেকে আমাকে অবর্ণনীয় নির্যাতন করে সিরাজুল । নেশার ঘোরে আমাকে পিটানো সহ পরকীয়ায় বাধা দিলেই শুরু হয় নির্যাতন । সর্বশেষ আমার নানাকে মেরে রক্তাক্ত করেছে এবং তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । এসময় মাদকসেবী ও স্ত্রী নির্যাতনকারী সিরাজুল ও তার ভাইয়ের আইনী বিচার সহ মুক্তি কামনা করেছে ভুক্তভোগী কমেলা বেগম । এসব ঘটনায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কমেলা বেগম । অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই খোকন কুমার জানান, প্রাথমিক ভাবে নির্যাতনের সত্যতা পেয়েছি । প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।