সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর মোহনপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলার ৪টি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এজিআই ও জেএসটার নামক ২ টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এদের বিরুদ্ধে নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করার অভিযোগ রয়েছে। এছাড়াও এএমএম নামক আরো ২ টি ভাটা মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, থানার এএসআই খালেদসহ পুলিশ ও আনসার সদস্যরা।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও সকল উপজেলায় এই অভিযান চলবে।