বুর্যে প্রধান : মোমিন জাদরান
দুর্গাপুরে তেবিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে (২২ মে) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ৩ নং পানানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে বর্তমান ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করার পর পরবর্তী নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রস্তাবনা আহ্বান করা হয়। এই কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কার হাতে উঠছে নেতৃত্ব কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এমন প্রশ্ন সবার মুখে মুখে। তবে সৎ-যোগ্য-ত্যাগী নেতৃত্বই চায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়,
দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীরা নতুন করে স্বপ্ন আর আশার জাল বুনছেন। বিগত সময়ে নির্যাতন আর হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের চিন্তায় এখন দলকে আরো বেশি জনবান্ধব করা। তাই এই কাউন্সিল অধিবেশন ঘিরে আশার প্রদীপ জ্বল জ্বল করছে কাঙ্খিত পদ প্রার্থীদের মধ্যে। শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেকের নাম প্রস্তাব ওঠে এসেছে। তবে তৃণমূল সহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা বলছেন তারা সৎ-যোগ্য-ত্যাগী ও দু:সময়ে দলের প্রতি নিবেদিত প্রাণ নেতাকেই উক্ত পদে দেখতে চান।
উক্ত কাউন্সিল অধিবেশনে দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য তাজমুল তান টুটুল, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, জেলা বিএনপির সদস্য তোফায়েল হোসেন রাজু। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাবেক সাধারন রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ফারুক সুমন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয় ও সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, জেলা যুবদলের সদস্য মাসুম রানা, সদস্য জেমস, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম আজম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবু কালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য রেন্টু, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, যুগ্ন-আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব,