বাংলাদেশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছেন রিমি সরকার
- আপডেট সময় : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

বুর্যে প্রধান, মো: মোমিন জাদরান
বাংলাদেশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ২০২৫ এ সমগ্র বাংলাদেশের মধ্যে অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছেন।
রাজশাহী জেলা, দুর্গাপুর উপজেলা আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিমি সরকার। ৮ টি বিভাগ নিয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ঢাকা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে, প্রতিটি বিভাগ থেকে ১জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন, রাজশাহী বিভাগ থেকে অংশগ্রহণ করেন রাজশাহী দুর্গাপুর উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রী রিমি সরকার। শনিবার (২৪ শে মে) ৮টি বিভাগের মধ্যে সবাইকে পিছনে ফেলে অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে নেন রাজশাহী বিভাগের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রিমি সরকার। প্রতিযোগিতাটি প্রথমে শুরু হয় ইউনিয়ন, এরপর উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ। রিমি সরকারের অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করার খবর পাওয়ার পর তার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সহ রিমি সরকারের সহপাঠীরা আনন্দিত ও গর্বিত, এই উপলক্ষে রবিবার (২৫ ই মে) রিমি সরকারের নিজ প্রতিষ্ঠান থেকে তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়, এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইউসুফ আলী খান সহ সহকারী শিক্ষক বৃন্দ ও সহপাঠী শিক্ষার্থীরা। আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী খান বলেন বরাবরের মতোই প্রতিবছর আমাদের প্রতিষ্ঠান খেলাধুলা লেখাপড়ায় ইউনিয়ন উপজেলা এবং জেলায় চ্যাম্পিয়ন হয়ে আসছে। তবে সবচাইতে বড় সুখবর দিয়েছেন রিমি সরকার বাংলাদেশের মধ্যে অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে। সহকারী শিক্ষক হাবিবুর রহমান সরকার বলেন আমরা আনন্দিত যে রিমি অত্যন্ত মেধাবী ছাত্রী সে বরাবরের মতোই ভালো করে, আমি আশাবাদী ছিলাম যে সে ভালো কিছু করবে আমি তার সর্বাঙ্গী মঙ্গল কামনা করি। রিমি সরকারের পিতা, রতন সরকার বলেন আমি বাচ্চার সাথে ছিলাম, যখন শুনলাম যে আমার বাচ্চা প্রথম স্থান দখল করেছে আমার চোখ দিয়ে অঝোরে আনন্দে পানি ঝরতে লাগলো, আমি দোয়া করি আমার মেয়ের মত প্রতিটি শিক্ষার্থী লেখাপড়া এবং খেলাধুলায় ভালো করে বাবা মার মুখ যেন উজ্জ্বল করে।























