বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

রাজশাহী, মে ৩১/৫/২০২৫ ইং
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার উদ্যোগে “ওয়ার্ড সভাপতি সম্মেলন ২০২৫” অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
🔴 সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল সহকারী পরিচালক। তিনি তার বক্তব্যে সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী আন্দোলনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
🔴 সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে আগত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের পরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে দলীয় নীতিমালা, সাংগঠনিক দায়িত্ববোধ, ওয়ার্ড পর্যায়ে কার্যক্রমের পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা হয়।
বার্তা প্রেরক
আবু রায়হান
৩১/৫/২০২৫ ইং



















