পুঠিয়া-দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:পুঠিয়া, রাজশাহী ● ১০ জুন ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া-দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ৮টায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
গোলাম মুর্তজা, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা
মুহাম্মদ নুরুজ্জামান লিটন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রাজশাহী জেলা ও মনোনীত প্রার্থী, সংসদীয় আসন ৫৬ (রাজশাহী-৫)
অধ্যক্ষ মোঃ নাজমুল হক, জামায়াত মনোনীত প্রার্থী, রাজশাহী-৬, (বাঘা-চারঘাট)
এছাড়াও পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ঈদের তাৎপর্য, সমাজে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও জনসম্পৃক্ততায় ভরপুর।
প্রতিবেদন প্রেরক
আবু রায়হান
১০/৬/২০২৫ ইং



















