বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের পরিচিতি ও চাষাবাদ নিয়ে বিসিএস কৃষি কর্মকর্তা, উদ্যোক্তা ও কৃষকদের প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল নিয়ে বিসিএস কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের বিসিএস কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন৷
বিকেলে একই স্থানে বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল আমন ধান জাতের পরিচিতি, চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়৷ এছাড়াও অঞ্চল উপযোগী সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক উদ্ভাবনী কৃষক, বীজ উদ্যোক্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়।
বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই তিনটি পৃথক প্রশিক্ষণের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, রাজশাহীর উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালাগুলোতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী ধান, সরিষা, মাসকলাই, বাদাম, তিল, পাট, মুগডালসহ বিভিন্ন ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। এছাড়াও বীজ উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যা নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের পানির সংকট রয়েছে এমন জমিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী বিভিন্ন জাতের ফসলের চাষাবাদে উদ্বুদ্ধ করেন কৃষি কর্মকর্তারা।























