স্টাফ রিপোর্টার: আবু রায়হান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত “জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্খা” নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ (তারিখ উল্লেখ করুন), গোদাগাড়ীতে আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নায়েবে আমীর, গোদাগাড়ী-তানোরের সাবেক এমপি, জননেতা অধ্যাপক মুজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের মুহতারাম আমীর, জননেতা অধ্যাপক আবদুল খালেক এবং অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “জুলাই বিপ্লব একটি আদর্শভিত্তিক আন্দোলনের প্রতীক। জনগণের পাশে থেকে সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”
তারা আরও জানান, জামায়াতে ইসলামী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে।
এ সময় এলাকার সাধারণ মানুষ এবং সুবিধাবঞ্চিত শিশুরা জামায়াতের এ উদ্যোগকে স্বাগত জানান।