চাঁপাইনবাবগঞ্জে মদ্য পানে এক বৃদ্ধ মহিলার মৃত্যু
- আপডেট সময় : ০৭:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ থেকে:
মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ০৭/০৭/২৫ তারিখ বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় ভিকটিম ঢেনা(৫০), পিতা- বুদ্ধাই মুর্মু, সাং- পীরপুর সাহানাপাড়া, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ অত্র নাচোল থানাধীন ৩ নং নাচোল ইউনিয়নের ঝিকড়া গ্রামস্থ ভিকটিম তার ভাগ্নি মরিয়ম মাড্ডি এর মেয়ের বিয়ে অনুষ্ঠান শেষে ভাগ্নি মরিয়ম মাড্ডিকে বলে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়। ভিকটিমের ভাগ্নি মরিয়মের পরিবার জানে যে সে নিজ বাড়িতে গেছে আর ঢেনার পরিবার মনে করে যে ভাগ্নি মরিয়মের মেয়ের বিয়ে খেতে গিয়ে সেখানেই আছে এই মনে করে কোন পরিবারই তাকে খোঁজাখুঁজি করেনি।
পরে ০৯/০৭/২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ১৮:৩০ ঘটিকায় ১ টি লাশ বিলের পানি নিস্কাশনের ডোবায় উপুর হয়ে ভেসে থাকতে দেখে গ্রামবাসী নাচোল থানা পুলিশকে সংবাদ দেয় । পুলিশের উপস্থিতিতে ভিকটিমের ভাগ্নি মরিয়ম লাশটি সনাক্ত করে। লাশটির পড়নে কমলা রঙের গেঞ্জি ও কালো রঙের হাফ প্যান্ট ছিল।
নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন ভিকটিম ঢেনা অতিরিক্ত মদ্যপান করে মদ্যপ অবস্থায় প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে পানি খরচ করতে গিয়ে বিলের পানি নিস্কাশনের ডোবার পানিতে পরে মৃত্যুবরণ করেন।



















