৩২০ জনের সবাই A+ | নরসিংদীর এনকেএম স্কুল গড়ল অনন্য রেকর্ড
- আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

🖋️ স্টাফ রিপোর্টার: আবু রায়হান
📍 নরসিংদী | জুলাই ১০, ২০২৫
নরসিংদীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস (এনকেএম স্কুল) এবার এসএসসি পরীক্ষায় গড়েছে এক নজিরবিহীন কৃতিত্ব। চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই পেয়েছে জিপিএ-৫ (A+)। দেশের শিক্ষা ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী সাফল্য, যা অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, “আমরা শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়তা এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সফলতার মূল রহস্যই হচ্ছে—মনিটরিং ও আন্তরিক প্রচেষ্টা।”
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতির দিকনির্দেশনায় প্রতি বছরই ফলাফলে দেখা যাচ্ছে ব্যাপক অগ্রগতি। ২০২৪ সালে যেখানে ২৯৫ জনের মধ্যে ২৯৪ জন A+ পায়, সেখানে এ বছর ১০০% শিক্ষার্থী A+ পেয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শিক্ষার্থীদের সফলতার পেছনে রয়েছে—
✔️ গাইড শিক্ষক পদ্ধতি
✔️ মাসিক টেস্ট এবং রিভিশন ক্লাস
✔️ দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস
✔️ অভিভাবকদের নিয়মিত সম্পৃক্ততা
নরসিংদী জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এনকেএম স্কুল এ বছর জেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ‑৫ প্রাপ্তির দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে।
এ সাফল্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় শিক্ষামহলে ব্যাপক প্রশংসা ও আলোচনার সৃষ্টি হয়েছে। অভিভাবকরা বলছেন, এমন সাফল্য অন্য স্কুলগুলোর জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।























