১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

১৪/৭/২০২৫
স্টাফ রিপোর্টার আবু রায়হান:
আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়েত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে রাজশাহীর দূর্গাপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি সেন্টার মাঠ থেকে সমাবেশের দাওয়াত ও লিফলেট বিতরণ শুরু হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ইউনিয়ন আমীর মোঃ আলিউল ইসলাম ও বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মুখতার আলী।
এসময় ইউনিয়ন আমির আলিউল ইসলাম বলেনঃ বর্তমান দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, রাহাজানি ও নির্মমভাবে মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশে যোগ দিয়ে সবাইকে আওয়াজ তুলতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মুখতার আলী তিনি বলেনঃ আমরা এই বাংলাদেশকে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সমাবেশে যোগদান করে আমাদের এই সংগ্রামে অংশগ্রহণ করুন।
উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে ৫নং ঝালুকা ইউনিয়ন ওলামা বিভাগের উপদেষ্টা মাওলানা রবিউল ইসলাম ও বাংলাদেশ জামায়াত ইসলামি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



















