গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সভায় হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় ছাত্র পরিষদের (এনসিপি) শান্তিপূর্ণ পথসভায় সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বানেশ্বর ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
এছাড়াও অংশ নেন চারঘাট উপজেলা আমীর আবুল কালাম আজাদ, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে গোপালগঞ্জে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশব্যাপী রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।



















