দুর্গাপুরে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান | ১৭ জুলাই ২০২৫
আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে আজ (বৃহস্পতিবার) বিকেলে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাস্টার শামিম উদ্দিন, পৌর আমীর নুর আলম, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, ড. সেলিম রেজা খাঁন, অ্যাডভোকেট আলিউল ইসলাম, ইয়াসিন আলী প্রামানিক, অ্যাডভোকেট ইসাহাক আলী ও মাওলানা আব্দুল গাফফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল শেষে নেতৃবৃন্দ সমাবেশ সফল করার আহ্বান জানান এবং সকল স্তরের নেতাকর্মীদের ঢাকা সমাবেশে যোগদানের জন্য প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান।



















