সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম তুহিন  চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ভুয়া ফেসবুক পেইজে গুজব ছড়ানোর প্রতিবাদ মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের সুশাসনের ডাক: রাজশাহী-৫ এ জামায়াত প্রার্থী নুরজ্জামান লিটনের গণসংযোগ ও সমাবেশ। গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা তানোরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত! গোমস্তাপুর আড্ডা থেকে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি আজাহারের রাজশাহী-৬: বিএনপির মনোনয়ন যুদ্ধে এগিয়ে কে? বিদ্যুৎ সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান 📰 রাজশাহী-৫ আসনে গণজোয়ার: বেলপুকুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

শহীদ জিয়া পরিবারের প্রতি কটুক্তি ও পল্টন হামলার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বুর‍্যে প্রধান, মোমিন জাদরান

রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি কটুক্তি ও অবমাননা এবং রাজধানীর পল্টনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

রবিবার বিকেল ৫টায় নগরীর বাটার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি সৈকত হাজী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সভাপতি আনসার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের তিনবারের সফল কাউন্সিলর ও রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু বলেন, শহীদ জিয়ার পরিবারের প্রতি কটুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, “নতুন একটি দলের কিছু অর্বাচীন নেতা, যারা এখনো রাজনৈতিক চর্চার ধারে-কাছে আসেনি, তারা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের ইতিহাসের ওপর সরাসরি আঘাত।”

রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট বলেন, “যে দলের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তারাই আজ শহীদ জিয়ার মতো একজন বীরউত্তমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। এটি পরিকল্পিতভাবে বিএনপিকে উসকানি দেওয়ার অপচেষ্টা। বিএনপি এটা কখনো মেনে নেবে না। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে এনসিপি নামধারী দলটির বিরুদ্ধে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুর্তজা ফামিম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, শাহমখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার, সদস্য সচিব মৃদুলসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। এই দলের হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউবা আজও কারাগারে। বর্তমান কর্তৃত্ববাদী সরকার নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বিএনপিকে দমন করতে নানা অপকৌশল অবলম্বন করছে।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহসী মুক্তিযোদ্ধা। তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কটুক্তি মানে মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার ওপর আঘাত।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাটার মোড় থেকে শুরু হয়ে নগরীর সোনাদীঘি মোড়, সাহেব বাজার, আলুপট্টি এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি রাজপথে চাঙ্গা অবস্থান সৃষ্টি করে। নেতাকর্মীরা নানা স্লোগানে রাজশাহীর রাজপথ প্রকম্পিত করে তোলেন। শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহীদ জিয়া পরিবারের প্রতি কটুক্তি ও পল্টন হামলার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

 

বুর‍্যে প্রধান, মোমিন জাদরান

রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি কটুক্তি ও অবমাননা এবং রাজধানীর পল্টনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

রবিবার বিকেল ৫টায় নগরীর বাটার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি সৈকত হাজী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সভাপতি আনসার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের তিনবারের সফল কাউন্সিলর ও রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু বলেন, শহীদ জিয়ার পরিবারের প্রতি কটুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, “নতুন একটি দলের কিছু অর্বাচীন নেতা, যারা এখনো রাজনৈতিক চর্চার ধারে-কাছে আসেনি, তারা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের ইতিহাসের ওপর সরাসরি আঘাত।”

রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট বলেন, “যে দলের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তারাই আজ শহীদ জিয়ার মতো একজন বীরউত্তমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। এটি পরিকল্পিতভাবে বিএনপিকে উসকানি দেওয়ার অপচেষ্টা। বিএনপি এটা কখনো মেনে নেবে না। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে এনসিপি নামধারী দলটির বিরুদ্ধে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুর্তজা ফামিম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, শাহমখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার, সদস্য সচিব মৃদুলসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। এই দলের হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউবা আজও কারাগারে। বর্তমান কর্তৃত্ববাদী সরকার নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বিএনপিকে দমন করতে নানা অপকৌশল অবলম্বন করছে।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহসী মুক্তিযোদ্ধা। তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কটুক্তি মানে মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার ওপর আঘাত।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাটার মোড় থেকে শুরু হয়ে নগরীর সোনাদীঘি মোড়, সাহেব বাজার, আলুপট্টি এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি রাজপথে চাঙ্গা অবস্থান সৃষ্টি করে। নেতাকর্মীরা নানা স্লোগানে রাজশাহীর রাজপথ প্রকম্পিত করে তোলেন। শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।