নাচোলে “জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

তসিকুল ইসলাম,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গতকাল সোমবার ২১ জুলাই, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “নারী উন্নয়ন শক্তি”-এর আয়োজনে অনুষ্ঠিত হলো “জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। এ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র এনজিও ও সামাজিক সংগঠনের প্রধান নির্বাহীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার, মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ, মোঃ মনিরুল ইসলাম, এবং ড. সুলতানা মোহাম্মদ রাজ্জাক, নির্বাহী পরিচালক, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রভাতী মাহাতো, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নাচোল। কর্মশালার মূল বক্তব্য ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিদের জন্য একটি বাস্তবভিত্তিক গাইডলাইন উপস্থাপন করেন, যা অনুসরণ করলে যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ, নারী ও শিশু পাচার, এবং যৌতুকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, “আমাদের এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতনতা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর করে তুলতে হবে। যাতে তারা পরিবার ও সমাজে সম্মানের সাথে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে।”ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, “আপনারা নির্ভয়ে কাজ করবেন। কোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার হলে পুলিশ আপনাদের পাশে থাকবে—এটাই আজকের অঙ্গীকার।”এই কর্মশালাটি উপজেলার নারী নেতৃত্বকে উৎসাহিত করতে এবং একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।



















