সংবাদ শিরোনাম ::
একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আপনার সাহায্য প্রয়োজন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

আজ রাজশাহীর টিকাপাড়া গোরস্থানের পাশে আরবান ক্লিনিক এর কাছে এই ছোট্ট শিশুটিকে একজন শুভাকাঙ্ক্ষী একা পেয়েছেন। শিশুটির চোখে মুখে ভয়ের ছাপ, গায়ে ভেজা জামাকাপড়, হাতে একটা ছোট খেলনা — দেখে মনে হচ্ছে সে পথ ভুল করেছে বা পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
📍 স্থান: টিকাপাড়া গোরস্থান সংলগ্ন আরবান ক্লিনিক
📱 যোগাযোগ: 01719-363043
শিশুটিকে এখন নিরাপদে রাখা হয়েছে। আমরা চাই সে দ্রুত তার পরিবারের কাছে ফিরে যাক। আপনার ছোট একটি শেয়ার হয়তো শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে।
📢 দয়া করে পোস্টটি শেয়ার করুন। যদি কেউ শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, অনুগ্রহ করে উপরের নম্বরে যোগাযোগ করুন























