তানোরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ও ‘কারেন্ট’ জাল ধ্বংস, বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা
- আপডেট সময় : ০৫:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :
রাজশাহীর তানোরে নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারি রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কুমারী বিলে বিশেষ অভিযান চালিয়ে এই জালগুলো জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারি রিং জাল এবং ২৩টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক লিয়াকত সালমান। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর থানা পুলিশের একটি দল এবং মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
অভিযান সম্পর্কে ইউএনও লিয়াকত সালমান বলেন—
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় কুমারী বিলে অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দেশের মৎস্য সম্পদ ও জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল ব্যবহার করলে ছোট মাছসহ ডিমওয়ালা মাছ নিঃশেষ হয়ে যায়, ফলে জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের মুখে পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা।
তানোর উপজেলার সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযানের আহ্বান জানিয়েছেন।






















