ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী অপুর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৪৫১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ -২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এস. এ. অপু ২৬শে জুলাই দিন ব্যাপি ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। প্রথমে তিনি ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী বাজার, মান্নু মোড়, খাসপাড়া মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপজেলার মেডিকেল মোড়, আম ফাউন্ডেশন, সুরানপুর বাজার, ফুটানীবাজার, বজরাটেক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে জানান।
গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, ভোলাহাট উপজেলা যুবদল শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সিনিয়র সহ-সভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, জামবাড়ীয়া ইউনিয়ন যুবদল সেক্রেটারি মোঃ শামীম রেজা, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর সেক্রেটারি এএইচ এম এম জামাল( বাচ্চু), উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারকুল্লা, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ডুডুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















