কথিত চাঁদাবাজের তালিকায় জামায়াতকে জড়ানোর ঘটনায় রাজশাহী মহানগর জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে

📅 তারিখ: ২৯ জুলাই ২০২৫
✍️ স্টাফ রিপোর্টার: আবু রায়হান
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে রাজশাহী জেলার ১২৩ জনের তথাকথিত একটি চাঁদাবাজের তালিকা প্রকাশিত হয়। উক্ত তালিকায় ছয়জনের নামের পাশে “জামায়াত কর্মী” হিসেবে উল্লেখ করা হয়, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের দৃষ্টিগোচর হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী এবং রাজশাহী মহানগরীর সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মন্ডল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ফেসবুক ও অনলাইন পোর্টালে যেভাবে রাজশাহীর তথাকথিত ১২৩ জন চাঁদাবাজের তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং চরম অপপ্রচার। এ ধরনের মনগড়া ও অপ্রমাণিত তালিকা কতটুকু নির্ভরযোগ্য, সেটি নিয়েই প্রশ্ন রয়েছে। এই তালিকার পেছনে কে বা কারা রয়েছে তা অস্পষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।”
তাঁরা আরও বলেন, “তালিকায় যেসব ব্যক্তিকে জামায়াতের সঙ্গে যুক্ত বলা হয়েছে, তাদের নাম, পিতার নাম কিংবা ঠিকানা জামায়াতের কোনো জনশক্তির সঙ্গে মেলে না। তারা আমাদের কোনো ইউনিটের সদস্য নন। কাজেই জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে এই মিথ্যা প্রচার চালানো হয়েছে।”
নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান, জামায়াতে ইসলামীর কোনো সদস্য চাঁদাবাজিতে লিপ্ত নয় এবং দল হিসেবে জামায়াত চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তারা বলেন, “এই দেশের জনগণের হৃদয়ে জামায়াতে ইসলামী সুদৃঢ়ভাবে অবস্থান করছে। কোনো অপপ্রচার বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।”
রাজশাহী মহানগর জামায়াত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছে।






















