স্টাফ রিপোর্টার: আবু রায়হান
রাজশাহী, ২৮ জুলাই ২০২৫
রাজশাহী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আবদুল খালেক আজ গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি স্থানীয় নাগরিক সেবার মান উন্নয়নে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, “জনস্বার্থে ঘুষ, দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি প্রতিরোধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।”
এছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জামায়াত ইসলামী প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে গোদাগাড়ী উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।