সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম তুহিন  চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ভুয়া ফেসবুক পেইজে গুজব ছড়ানোর প্রতিবাদ মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের সুশাসনের ডাক: রাজশাহী-৫ এ জামায়াত প্রার্থী নুরজ্জামান লিটনের গণসংযোগ ও সমাবেশ। গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা তানোরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত! গোমস্তাপুর আড্ডা থেকে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি আজাহারের রাজশাহী-৬: বিএনপির মনোনয়ন যুদ্ধে এগিয়ে কে? বিদ্যুৎ সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান 📰 রাজশাহী-৫ আসনে গণজোয়ার: বেলপুকুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে জমিজমা ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর ভয়াবহ হামলা, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় মোসাঃ ফেরদৌসি আক্তার জাহান (৩৪) বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগে ফেরদৌসি আক্তার জাহান উল্লেখ করেন, তার স্বামী মো. মাহিদুল ইসলামসহ তিনি বাগিচাপাড়া গ্রামে বসবাস করেন। গত ৩১ জুলাই (বুধবার) সকাল ৭টা ৫০ মিনিটে একই গ্রামের আনারুল ইসলাম (৫৫), তার ছেলে আবুল কালাম (৩০), রুহুল আমিন (৩৪), আব্দুস সালাম (৩৮) ও সুমন আলী (১৮) সহ অজ্ঞাতপরিচয় আরও ৭–৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়।

তিনি জানান, “লোহার রড, লাঠি, হাসুয়া ও চাইনিজ কুড়াল নিয়ে তারা আমার ওপর একযোগে হামলা চালায়। মাথা, বুক ও শরীরজুড়ে মারাত্মক আঘাত করে। আবুল কালাম শ্লীলতাহানির চেষ্টা করে টানাহেঁচড়া করে। রুহুল আমিন সোকেস ভেঙে ১ লাখ ৫৫ হাজার টাকা লুটে নেয়। তারা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে।”

ফেরদৌসি আরও বলেন, “আব্দুস সালাম লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে আমি বাঁধা দিই। এতে আমার বাম হাতের কব্জি ভেঙে যায়। রুহুল আমিন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে বাম হাতে রক্তাক্ত জখম হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।”

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ফেরদৌসিকে প্রাণনাশ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিবাদীপক্ষের একজন আব্দুস সালাম বলেন, আমরাও আহত। দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছে। তারাই নাটক সাজিয়ে মামলা করেছে। আমরা এ ধরনের হামলা চালাইনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এই বর্বর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

 

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে জমিজমা ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর ভয়াবহ হামলা, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় মোসাঃ ফেরদৌসি আক্তার জাহান (৩৪) বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগে ফেরদৌসি আক্তার জাহান উল্লেখ করেন, তার স্বামী মো. মাহিদুল ইসলামসহ তিনি বাগিচাপাড়া গ্রামে বসবাস করেন। গত ৩১ জুলাই (বুধবার) সকাল ৭টা ৫০ মিনিটে একই গ্রামের আনারুল ইসলাম (৫৫), তার ছেলে আবুল কালাম (৩০), রুহুল আমিন (৩৪), আব্দুস সালাম (৩৮) ও সুমন আলী (১৮) সহ অজ্ঞাতপরিচয় আরও ৭–৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়।

তিনি জানান, “লোহার রড, লাঠি, হাসুয়া ও চাইনিজ কুড়াল নিয়ে তারা আমার ওপর একযোগে হামলা চালায়। মাথা, বুক ও শরীরজুড়ে মারাত্মক আঘাত করে। আবুল কালাম শ্লীলতাহানির চেষ্টা করে টানাহেঁচড়া করে। রুহুল আমিন সোকেস ভেঙে ১ লাখ ৫৫ হাজার টাকা লুটে নেয়। তারা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে।”

ফেরদৌসি আরও বলেন, “আব্দুস সালাম লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে আমি বাঁধা দিই। এতে আমার বাম হাতের কব্জি ভেঙে যায়। রুহুল আমিন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে বাম হাতে রক্তাক্ত জখম হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।”

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ফেরদৌসিকে প্রাণনাশ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিবাদীপক্ষের একজন আব্দুস সালাম বলেন, আমরাও আহত। দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছে। তারাই নাটক সাজিয়ে মামলা করেছে। আমরা এ ধরনের হামলা চালাইনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এই বর্বর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।