সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম তুহিন  চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ভুয়া ফেসবুক পেইজে গুজব ছড়ানোর প্রতিবাদ মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের সুশাসনের ডাক: রাজশাহী-৫ এ জামায়াত প্রার্থী নুরজ্জামান লিটনের গণসংযোগ ও সমাবেশ। গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা তানোরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত! গোমস্তাপুর আড্ডা থেকে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি আজাহারের রাজশাহী-৬: বিএনপির মনোনয়ন যুদ্ধে এগিয়ে কে? বিদ্যুৎ সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান 📰 রাজশাহী-৫ আসনে গণজোয়ার: বেলপুকুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর চিকিৎসা বিষয়ে প্রেস ব্রিফিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

স্টাফ রিপোর্টার: আবু রায়হান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর শারীরিক অবস্থা ও চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে আজ ১ আগস্ট (শুক্রবার) বিকাল ৫:৩০টায় রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এড. মোয়াযযম হোসাইন হেলাল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, এড. মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও মহানগরী নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “সুস্থতা আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সুস্থতা দান করেন। আমীরে জামায়াত আমাদের জানিয়েছেন, যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাকে নেওয়ার, তাহলে সেটা বাংলাদেশ থেকে হোক বা বিদেশ থেকে—চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহরই। সে জন্য তিনি বাংলাদেশেই চিকিৎসা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমীরে জামায়াতকে দ্রুত আরোগ্য দান করেন এবং পুনরায় জাতির খেদমতে নিয়োজিত করেন।”

সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তৃতাকালে আমীরে জামায়াত অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ডাক্তাররা রোদের তাপমাত্রা ও ক্লান্তিকে কারণ হিসেবে উল্লেখ করলেও পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করলে দেখা যায়, তাঁর হৃদপিণ্ডে ৫/৬টি ব্লকেজ রয়েছে, যার মধ্যে ৩টি ব্লকেজ ৮০-৮৫ শতাংশ পর্যন্ত।

তিনি জানান, “বর্তমানে ওনার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন। দেশের অভিজ্ঞ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে আগামীকাল (শনিবার) সকাল ৭:৩০টায় অপারেশন হওয়ার কথা রয়েছে।”

সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, আমীরের শারীরিক বিশ্রাম নিশ্চিত করতে তাঁর মোবাইল ব্যবহার সীমিত করা হয়েছে এবং সরাসরি ভিজিটও নিরুৎসাহিত করা হচ্ছে।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, “আমীরে জামায়াত নিজেই বলেছেন, দেশের চিকিৎসকদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দেশেই চিকিৎসা নিয়ে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন—বাংলাদেশে উন্নত চিকিৎসা সম্ভব। আমরা সবাই মহান আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া করছি।”

বিশিষ্টজনদের মধ্যে অনেকেই ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। দেশ-বিদেশের বহু শুভাকাঙ্ক্ষী দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে দেশবাসী এবং মুসলিম উম্মাহর প্রতি অনুরোধ জানানো হয়েছে—নফল নামাজ ও রোজা রাখাসহ আমীরে জামায়াতের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর চিকিৎসা বিষয়ে প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

 

স্টাফ রিপোর্টার: আবু রায়হান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর শারীরিক অবস্থা ও চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে আজ ১ আগস্ট (শুক্রবার) বিকাল ৫:৩০টায় রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এড. মোয়াযযম হোসাইন হেলাল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, এড. মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও মহানগরী নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “সুস্থতা আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সুস্থতা দান করেন। আমীরে জামায়াত আমাদের জানিয়েছেন, যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাকে নেওয়ার, তাহলে সেটা বাংলাদেশ থেকে হোক বা বিদেশ থেকে—চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহরই। সে জন্য তিনি বাংলাদেশেই চিকিৎসা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমীরে জামায়াতকে দ্রুত আরোগ্য দান করেন এবং পুনরায় জাতির খেদমতে নিয়োজিত করেন।”

সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তৃতাকালে আমীরে জামায়াত অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ডাক্তাররা রোদের তাপমাত্রা ও ক্লান্তিকে কারণ হিসেবে উল্লেখ করলেও পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করলে দেখা যায়, তাঁর হৃদপিণ্ডে ৫/৬টি ব্লকেজ রয়েছে, যার মধ্যে ৩টি ব্লকেজ ৮০-৮৫ শতাংশ পর্যন্ত।

তিনি জানান, “বর্তমানে ওনার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন। দেশের অভিজ্ঞ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে আগামীকাল (শনিবার) সকাল ৭:৩০টায় অপারেশন হওয়ার কথা রয়েছে।”

সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, আমীরের শারীরিক বিশ্রাম নিশ্চিত করতে তাঁর মোবাইল ব্যবহার সীমিত করা হয়েছে এবং সরাসরি ভিজিটও নিরুৎসাহিত করা হচ্ছে।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, “আমীরে জামায়াত নিজেই বলেছেন, দেশের চিকিৎসকদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দেশেই চিকিৎসা নিয়ে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন—বাংলাদেশে উন্নত চিকিৎসা সম্ভব। আমরা সবাই মহান আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া করছি।”

বিশিষ্টজনদের মধ্যে অনেকেই ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। দেশ-বিদেশের বহু শুভাকাঙ্ক্ষী দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে দেশবাসী এবং মুসলিম উম্মাহর প্রতি অনুরোধ জানানো হয়েছে—নফল নামাজ ও রোজা রাখাসহ আমীরে জামায়াতের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।