এক অনন্য শিক্ষা শিবির অনুষ্ঠিত: আত্মগঠন, আদর্শ চেতনা ও দ্বীনি দায়িত্ববোধে উজ্জীবিত কর্মীরা
- আপডেট সময় : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান
আজ বাগমারা উপজেলায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী শিক্ষা শিবির (টি.সি), যেখানে কুরআন ও হাদীসের আলোকে জীবন গঠনের শিক্ষা, আদর্শিক চেতনা এবং দ্বীনি দায়িত্ববোধকে সামনে রেখে অংশগ্রহণকারীদের আত্মিক ও সাংগঠনিক বিকাশের উপর গুরুত্বারোপ করা হয়।
শিবিরের মূল প্রতিপাদ্য ছিল—“শিক্ষা, সংগঠন ও নেতৃত্ব—এই তিন স্তম্ভেই গড়ে উঠুক একজন আদর্শ কর্মী”।
বক্তাগণ ইসলামী আন্দোলনের গতি, লক্ষ্য ও তাৎপর্য বিশ্লেষণ করে বলেন, “এই আন্দোলন কেবল একটি রাজনৈতিক প্রচেষ্টা নয়, বরং এটি একটি আদর্শিক সংগ্রাম—আত্মগঠনের, সমাজ পরিবর্তনের এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত।”
🌟 শিবিরের বিশেষ আকর্ষণ ছিল:
🔹 কর্মীবান্ধব আলোচনা
🔹 আদর্শ কর্মী গঠনের মূলনীতি
🔹 ইসলামী আন্দোলনের পথচলার বিশ্লেষণ
বক্তারা আরও বলেন, ইসলামী সমাজ গঠনে একজন কর্মীর ব্যক্তিত্ব, সৎচরিত্র, আল্লাহভীরুতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা অপরিহার্য। এই শিবির কর্মীদেরকে সেই পথেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।
🔖 আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগমারা উপজেলা শাখা।



















