দুর্গাপুরে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান
দুর্গাপুর (রাজশাহী): আসন্ন ৩৬ জুলাই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে চারটায় উপজেলায় দাখিল মাদ্রাসায় এ সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, “৩৬ জুলাই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিয়নে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। প্রতিনিধিদের আন্তরিকতা ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হব।”
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, অফিস সম্পাদক মো. আবু হানিফ সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রতিনিধি।
বৈঠকে কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা, দায়িত্ব বণ্টন, ওয়ার্ক প্ল্যান এবং গণসংযোগ কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সকল ইউনিয়নে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।























