ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:২৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

ভোলাহাট ((চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি
মোঃ শাহ কবির
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর ভোলাহাট শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা পরিষদ কৃষি অফিসের সামনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রোববার ৩ আগস্ট ২০২৫ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সাপ্তাহিক ভোলাহাট সংবাদ এর প্রকাশক সম্পাদক সাংবাদিক মোঃ গোলাম কবির ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ কবির নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম তরুণ, কিশোর-কিশোরী, যুব ও এলাকার ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান আগতদের হাতে গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থাটির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা
। মোঃ শাহ কবির ০১৭৩৪৯৭০৭২০























