জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে দুর্গাপুরে গণমিছিল
- আপডেট সময় : ০৫:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান
দুর্গাপুর, রাজশাহী| ৫ আগস্ট ২০২৫:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক বর্ণাঢ্য গণমিছিলের আয়োজন করা হয়। আজ দুপুরে দুর্গাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি দুর্গাপুর দাখিল মাদ্রাসা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া চত্বর এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান লিটন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা,
মাস্টার সাইফুল ইসলাম,আমীর দুর্গাপুর উপজেলা,
মাস্টার শামীম উদ্দিন, সেক্রেটার দুর্গাপুর উপজেলা, মোঃ নুর আলম, দুর্গাপুর পৌরসভা আমিন, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীগণ সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল গণ
এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে। তাঁরা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এ স্মৃতি ধরে রাখার জন্য প্রতিবছর এই দিবসটি পালন করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা বলেন, এই ধরনের আন্দোলনই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ভিত্তি তৈরি করে।



















