সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান
তারিখ: ৯ জুলাই ২০২৫
গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার এবং ‘বাংলাদেশের আলো’ পত্রিকার আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে দুই দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে নগরীর রেলগেট চত্বরে প্রথম মানববন্ধন হয়। এতে শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে রেলগেট থেকে নিউমার্কেট হয়ে একটি বিক্ষোভ মিছিল নগরীর জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে দুপুর ১২টায় সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে রাজশাহীর সকল সাংবাদিক সংগঠন ও সিনিয়র সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের ওপর ভয়াবহ আঘাত। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, অথচ নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।” তারা দ্রুত তুহিন হত্যার বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে আরও বলা হয়, “সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্রে কণ্ঠরোধ। সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”























