চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
- আপডেট সময় : ০২:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
মোঃ শাহ কবির
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ” প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি ” প্রতিপাদ্য বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঘুরে এসে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে অংশগ্রহণ করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর “সমৃদ্ধি কর্মসূচী” ও আইকনিক ইওথ অর্গানাইজেশন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম আহমেদ, মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, আত্মকর্মী শেমালী খাতুন , হাবিব প্রমুখ। এরপর ১০ জন যুব আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকনিক ইওথ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ আদিত



















