তানোরে কৃত্রিম সংকট সার মহা বিপদে কৃষকেরা!
- আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :
ধান বরেন্দ্র অঞ্চলের একমাত্র কৃষকদের প্রধান ফসল এই ধানের ওপরে নির্ভর করে চলে এই অঞ্চলের মানুষের জীবন যাত্রা। সরকার বলছে প্রযাপ্ত সার মুজুর আছে। কিন্তু র্সজমিনে ডিলারদের ঘরে গেলে দেখা যায় প্রয়োজনীয় কৃষকদের সার দিতে পারছে না জন প্রতি একজন কৃষককে মাত্র ২০ থেকে ২৫ কেজি করে সার দিচ্ছে। এই সার নিতে কৃষক
কে মধ্যরাত থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এই সময় জমিতে সার না দিতে পারলে ধানের ফলন হবে না তাই কৃষকেরা মরিয়া হয়ে সার নেয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। মুন্ডুমালার কৃষক আব্দুল জলিল সকালের সময়কে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। তাহলে কৃষকদের এই সার সংকটে পড়তে হবে কেন।এই ২০-২৫ কেজি সার নিয়ে। আমার জমিতে এক কেজি করেও হবে না। জমিতে সার না দিলে জমির আবাদও ভালো হবে না। তিনি আরো ক্ষোভে বলেন, আমরা কৃষকেরা এখন কোথায় যাব। আমাদেরকেও কি তাহলে মানববন্ধন বিক্ষোভ করতে হবে। সার ডিলার শাহাদাত হোসেন মিঠু সকালের সময়কে বলেন। ভাই আমার বরাদ্দ, ১০০ বস্তা লাইনে দেখছেন ৩০০ লোক দাঁড়িয়ে আছে আমি কিভাবে দিব। তাই সবাই যাতে পায় এই জন্যই ২০ থেকে ২৫ কেজি করে দেয়ার ব্যবস্থা করছি। সরকার যদি বরাদ্দ বাড়ায় তাহলে কৃষকের এই হাহাকার কমবে। এ বিষয়ে কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এনিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি সকালের সময়কে বলেন সার সংকটের বিষয়ে আমি অবগত আমি বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখবো বলে জানান তিনি।






















