সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম তুহিন  চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপির এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদের বাড়ি -বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ভুয়া ফেসবুক পেইজে গুজব ছড়ানোর প্রতিবাদ মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের সুশাসনের ডাক: রাজশাহী-৫ এ জামায়াত প্রার্থী নুরজ্জামান লিটনের গণসংযোগ ও সমাবেশ। গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা তানোরে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত! গোমস্তাপুর আড্ডা থেকে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি আজাহারের রাজশাহী-৬: বিএনপির মনোনয়ন যুদ্ধে এগিয়ে কে? বিদ্যুৎ সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান 📰 রাজশাহী-৫ আসনে গণজোয়ার: বেলপুকুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

তানোর টানা বৃষ্টিতে চাঁপড়া কৃষি ডিপ্লোমা কলেজে জলাবদ্ধতা, নৌকায় করে আসা-যাওয়া,চরম ভোগান্তি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলার একমাত্র কৃষি শিক্ষা প্রতিষ্ঠান চাপড়া কৃষি ডিপ্লোমা কলেজ টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে। কলেজে প্রবেশ করতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীদের নৌকায় করে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার তানোর-চাপরা ব্রিজ সড়কের পূর্ব পাশে অবস্থিত এ কলেজটি বর্তমানে চারদিকে পানিবেষ্টিত। দক্ষিণ পাশে মহিলা ডিগ্রি কলেজ, সামনে মূল সড়ক, আর উত্তর ও পূর্ব দিকে রয়েছে বিল কুমারী। ওই বিলে পানি জমে কলেজ মাঠ ভরে গেছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের ধারাবাহিক বৃষ্টিতে মাঠে হাঁটার কোনো উপায় নেই। এক শিক্ষার্থী বলেন, “ক্লাসের ফাঁকে মাঠে খেলাধুলা করতাম। কিন্তু এখন মাঠ পানিতে ডুবে আছে। ফলে ক্লাসে আসতেও অনেকে অনীহা প্রকাশ করছে।”

উপাধ্যক্ষ অহেদুজ্জামান বাবু বলেন, “দুই মাসেরও বেশি সময় ধরে ভারি ও মাঝারি বৃষ্টির কারণে মাঠে প্রচুর পানি জমেছে। নতুন ভবনের চারপাশেই পানি। দীর্ঘদিন পানি থাকলে ভবনও ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।”

এলাকাবাসী জানান, এ দুর্ভোগ তারা চোখের সামনে দেখলেও কোনো সমাধান হচ্ছে না। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তানোর টানা বৃষ্টিতে চাঁপড়া কৃষি ডিপ্লোমা কলেজে জলাবদ্ধতা, নৌকায় করে আসা-যাওয়া,চরম ভোগান্তি!

আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

 

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলার একমাত্র কৃষি শিক্ষা প্রতিষ্ঠান চাপড়া কৃষি ডিপ্লোমা কলেজ টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে। কলেজে প্রবেশ করতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীদের নৌকায় করে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার তানোর-চাপরা ব্রিজ সড়কের পূর্ব পাশে অবস্থিত এ কলেজটি বর্তমানে চারদিকে পানিবেষ্টিত। দক্ষিণ পাশে মহিলা ডিগ্রি কলেজ, সামনে মূল সড়ক, আর উত্তর ও পূর্ব দিকে রয়েছে বিল কুমারী। ওই বিলে পানি জমে কলেজ মাঠ ভরে গেছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের ধারাবাহিক বৃষ্টিতে মাঠে হাঁটার কোনো উপায় নেই। এক শিক্ষার্থী বলেন, “ক্লাসের ফাঁকে মাঠে খেলাধুলা করতাম। কিন্তু এখন মাঠ পানিতে ডুবে আছে। ফলে ক্লাসে আসতেও অনেকে অনীহা প্রকাশ করছে।”

উপাধ্যক্ষ অহেদুজ্জামান বাবু বলেন, “দুই মাসেরও বেশি সময় ধরে ভারি ও মাঝারি বৃষ্টির কারণে মাঠে প্রচুর পানি জমেছে। নতুন ভবনের চারপাশেই পানি। দীর্ঘদিন পানি থাকলে ভবনও ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।”

এলাকাবাসী জানান, এ দুর্ভোগ তারা চোখের সামনে দেখলেও কোনো সমাধান হচ্ছে না। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।