দুর্গাপুরে শিল্পপতি নুরুন নবীর ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আবু রায়হান।
আজ ১৯ আগস্ট রোজ: মঙ্গলবার রাজশাহী দুর্গাপুরের বিশিষ্ট শিল্পপতি ও নিগার কোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ, মেরিন ফ্লাওয়ার মিলস্ প্রাঃ লিঃ, নিগার পটেটো টিস্যু কালচার এন্ড সীডস্ প্রোডাক্ট, জনতা রাইস মিলস্ ও মোবিন ওয়েল মিলস্ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ধর্মীয় অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নুরুন নবীর ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কুরআনখানী, কবর জিয়ারত, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। নিগার কোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক নূরুল ইসলাম এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উক্ত দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন মুহাম্মদ নুরুজ্জামান লিটন, মোঃ সাইফুল আলম, মোঃ বজলুল হক টুকুল, মোঃ মোবাশ্বির হুসাইন মুবিন, অধ্যাপক ফজলুল বারী সোহরাব, অধ্যাপক আবু দাউদ, হাজী আমজাদ হোসেন, মোঃ লিয়াকত আলী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালণা করেন মৌলানা শাহিনুর ইসলাম, দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ হাবিবুর রহমান। এতে সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



















