দুর্গাপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জামায়াত নেতৃবৃন্দের
- আপডেট সময় : ০৩:৪০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক: আবু রায়হান দুর্গাপুর, রাজশাহী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন দুর্গাপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাব হোসেনের সঙ্গে।
বুধবার (২০ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার আমির জনাব মাস্টার সাইফুল ইসলাম। তার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌরসভা জামায়াতের বায়তুলমাল সম্পাদক জনাব খায়রুল বারী তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মাদ্রাসার চলমান শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক দিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির জন্য সহযোগিতার আশ্বাস দেন। মাদ্রাসার যেকোনো শিক্ষা সংক্রান্ত প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে স্থানীয় শিক্ষানুরাগী মহল আশাবাদ প্রকাশ করে বলেছেন, এ ধরনের যোগাযোগ ও সহমর্মিতামূলক প্রয়াস স্থানীয় শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



















