পুঠিয়ায় জামায়াতের অফিস উদ্বোধন, সুধী সমাবেশে নির্বাচনী প্রস্তুতির বার্তা
- আপডেট সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :স্টাফ রিপোর্টার আবু রায়হান দুর্গাপুর-পুঠিয়া, রাজশাহী | ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
রাজশাহীর পুঠিয়া উপজেলার ৬নং জিউপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি আঞ্চলিক অফিস উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
সভাপতিত্ব করেন মো. ফজলুর রহমান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জিউপাড়া ইউনিয়ন শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মনজুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পুঠিয়া উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজনেরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
> “আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকল জনশক্তিকে মানুষের কাছে জামায়াতের আদর্শ তুলে ধরতে হবে এবং জনমত তৈরি করতে সচেষ্ট থাকতে হবে। জামায়াতের বিজয় ঠেকাতে একটি মহল সক্রিয়, তাই সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি প্রশাসনের প্রতি নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার আহ্বান জানাই।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।



















