পুঠিয়ায় জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান।
পুঠিয়া (রাজশাহী), ২১ আগস্ট ২০২৫:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
🔶 পিআর পদ্ধতির দাবি পুনর্ব্যক্ত
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের ছাত্র-জনতা সংস্কারের জন্য জীবন দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে, সংস্কার গৌণ আর নির্বাচন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার ও প্রশাসন একটি বিশেষ দলকে সহায়তা করছে। এখনো নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। আমাদের দাবি হলো—সংস্কার, বিচার ও নির্বাচন—এবং অবশ্যই তা পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে।”
তিনি আরও বলেন, একটি জনমত জরিপে দুই-তৃতীয়াংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মতামত দিয়েছে, যা উপেক্ষা করা যাবে না।
🔷 বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জামায়াত মনোনীত বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোঃ মিনহাজুল ইসলাম
পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনজুর রহমান
বক্তব্য রাখেন বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর জালাল উদ্দিন মোল্লা, শ্রমিক নেতা আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
🔸 সভাপতি ও সঞ্চালনা
সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি কায়েশ উদ্দিন।
এই মতবিনিময় সভায় স্থানীয় ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



















