চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের গোমস্তাপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
- আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মোঃসামিরুল ইসলামঃচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গোমস্তাপুরে লিফলেট বিতরণ,গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছে।
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন।
রবিবার (২৪ আগষ্ট) বিকেলে গোমস্তাপুর উপজেলার মকরমপুর ঘুন্ঠি, আলীনগর বাজার, বাঙ্গাবাড়ি বাজার, শ্যামপুর বাজার,বৈজনাথপুর,বাজার, সন্তোষপুর বাজারসহ ভ্রমণপিপাসু আব্দুস সালাম তুহিন গোমস্তাপুর উপজেলার পর্যটন এলাকা রামদাস বিলে ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, রহনপুর পৌরসভার সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন রুবেল, আবু তাহের খোকন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, ব্যবসায়ী সুমন আলী প্রমূখসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।


















