ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিলনের পোষ্টার ফেস্টুন ভাংচুর!
- আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের পোষ্টার ও ফেস্টুন ছিড়ে ভাংচুর ও গায়েব করেছে দুষ্কৃতকারীরা। গত রোববার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলা এবং তানোর উপজেলার বিভিন্ন জনবহুল মোড়ে ঘটেছে এমন পোষ্টার ও ফেস্টুন ভাংচুর ও গায়েব করার ঘটনাটি ঘটেছে। তানোর উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম এমন নেক্কার জনক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পোষ্টারে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল। সব ছিড়ে ফেলা হয়েছে।রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু শক্রতা থাকা সঠিক না। মনোনয়ন যিনি পাবেন তার হয়ে সবাই কাজ করব। একাধিক প্রার্থী থাকতে পারে। তাই বলে পোষ্টার ফেস্টুন ছিড়ে কখনো মানুষের মন জয় করা যায় না। তিনি জানান, বিষয়টি শোনার পর ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাই সহ ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে।এবিষয়ে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে জানা যায়নি। এসব নোংরামি করে কখনো মানুষের মন পাওয়া যায়না। আমি আমার নেতাকর্মীদের ধৈর্য সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছি।
এবিষয়ে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্প্রতি,বিগত দিনে দিবাগত রাতে তানোর থানার মোড় সহ বিভিন্ন জনবহুল মোড়ে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন পোস্টার ও ফেস্টুন ছিড়ে গায়েব করার ঘটনা ঘটেছিলো।


















