আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি।
আজ ২৫ আগস্ট ২০২৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেক হোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোহাঃ রুহুল আমিন, অধ্যক্ষ (অব:) ও চেয়ারম্যান; ০৮ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদ। এসময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপির প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ড সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, উদ্যোক্তাসহ ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্থানীয় নেতাগণ, সরকারি-বেসরকারী পেশাজীবি, শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, যুবপ্রতিনিধি, শিশু ১২-১৮ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং বিনোদপুর ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় ইউনিয়ন জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ (অব:) ও চেয়ারম্যান মোহাঃ রুহুল আমিন সভাপতিত্বের বক্তব্যে: বাল্যবিবাহ রোধে কাজী সাহেবদের হুঁশিয়ারী করে বলেন, আপনার সচেতন থাকলে এ বাল্যবিবাহ রোধ করা সম্ভব। বাল্যবিবাহে কারণে নবজাতকদের জন্ম নিবন্ধন জটিলতা, স্বাস্থ্য ঝুঁকি, যৌতুক দাবি, পারিবারিক কলহ, নারী-শিশু নির্যাতন ও হত্যা এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। তাই আমি বলতে চাই; বাল্যবিবাহ রোধে সচেতনতায় হতে পারে একমাত্র প্রতিকারের উপায়। তাই আসুন আমরা সম্মিলিতভাবে বাল্যবিবাহ রোধে কাজ করি।