রাজশাহী,
বিভাগীয় বুর্যে প্রধান,
মো: মোমিন জাদরান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী জেলার দুর্গাপুর পৌরসভা শাখার সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপনের স্ত্রী ও পৌরসভা ছাত্রদলের অন্যতম কর্মঠ নেতা ফায়সাল আহম্মেদ শান্তর মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম জানাজা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে চারঘাট উপজেলার নিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাজা দুপুর ২টায় দুর্গাপুর উপজেলার নিজ বাড়ি চৌপুকুরিয়া গ্রামে অনুষ্ঠিত হবে।
মৃত্যুর খবরে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের রাজশাহী জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।