চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে সোমবার (১ সেপ্টেম্বর) এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালিটি জেলা স্কুল থেকে শান্তির মোড় দিয়ে পৌরসভা চত্বর গিয়ে আবার পৌরসভা চত্বর থেকে আবার শান্তির মোড় দিয়ে জেলা স্কুলে এসে শেষ হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়া এবং সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ), যুগ্ন-আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৪৪”চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সালাম তুহিন, এ সময় আরো উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নচোল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, ভোলাহাট উপজেলার সভাপতি ইয়াজদানী আলীম আল রাজী জর্জ, জেলা সদস্য গনি হামিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদসহ জেলা/ উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


















